দিনহাটা: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বি-শতবর্ষ জন্ম জয়ন্তী মহাসমারোহে পালন করলো দিনহাটার বয়েজ রিক্রিয়েশন ক্লাবের প্রাইমারি ইউনিট লাইব্রেরী।  আজ সকালে বিদ্যাসাগরের প্রতিকৃতি নিয়ে দিনহাটা শহরে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিকাল ৪ টায় ক্লাব প্রাঙ্গনে বিদ্যাসাগরের  আবক্ষ মূর্তির আবরণ  উন্মোচন করেন দিনহাটার বিধায়ক শ্রী উদয়ন গুহ, উপস্থিত ছিলেন সিধু-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডঃ স্বপন কুমার মন্ডল, বিশিষ্ট সমাজসেবী শ্রী রাম সাহা, শিক্ষক প্রলয় ভট্টাচার্য প্রমূখ। আবক্ষমূর্তির আবরণ উন্মোচনের পর বিদ্যাসাগরের ওপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শ্রী গোকুল সরকারের সম্পাদনায় 'বিদ্যাসাগর স্মরনিকা-২০১৯' প্রকাশিত হয়।  
আগামী ২৬ শে সেপ্টেম্বর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানান ক্লাবের প্রাইমারি ইউনিট লাইব্রেরির সম্পাদক গোকুল সরকার ।
বিস্তারিত জানতে ভিডিওতে ক্লিক করুন-