সুখের বিস্ফোরণ
নাসিমা হক মুক্তা

 বুকের করতলে অজস্র ঘ্রাণ
কেবলই তোমাকে স্পর্শ করতে করতে চায়
প্রাণের পিন্ড জুড়ে - যার ঘুরপাক
অস্হিরতা দেয়ালে ফোঁসফোঁস -শব্দ
যেন প্রেমের নেশায় পল্লবিত চুমুক।।


যা হাজার তৃষ্ণার অন্তর্জলির চিবুকে
তীরের ফলা - বিদ্ধ করে সমস্ত চৈতন্য ;
অস্তিত্ব সম্পূর্ণ গিলে জয় মালায়
সাজে - প্রথম বিপ্লব
বারংবার সুরাপানে বিস্ফোরণ ঘটে
সুখের!
যতই কাছে যায়
ততই পোড়ে
এভাবেই পুড়ে পুড়ে গলে লাভা
কম্পিত সুরে মিলে - দ্বন্দ্বের গ্রীবা।।