Latest News

6/recent/ticker-posts

Ad Code

নতুন এক পৃথিবীর স্বপ্ন সফল করতে এগিয়ে এলো গুগুল

সৌরভ চক্রবর্তীঃ 
পৃথিবীর সর্ববৃহৎ অচিরাচরিত শক্তির Renewable energy র চূক্তি করলো গুগল - আগামী ২৩ শে সেপ্টেম্বর পোলান্ডে অনুষ্ঠিতব্য " ইউনাইটেড নেশনস ক্লাইমেট সামিট " এর প্রাক্কালে গুগুলের সি ই ও সুন্দর পিচাই ঘোষণা করলেন - " গুগুল সারা বিশ্বজুড়ে তাদের নবীকরণযোগ্য শক্তি( সৌর এবং হাওয়াকল বা উইন্ডমিল জেনারেটর) বা রিনিউএবল বিদ্যুৎ শক্তির পোর্টফোলিও বা ক্ষমতার সাথে নতুন করে ১৬০০ মেগাওয়াটের চূক্তি করছে - এতে গুগুলের মোট নবীকরণযোগ্য বিদ্যুতের( সৌর এবং হাওয়াকল) ক্ষমতা ৪০% বেড়ে হবে ৫৫০০ মেগাওয়াট - এজন্য গুগুল খরচ করছে ২ বিলিয়ন মার্কিন ডলার। এই নতুন শক্তি পরিকাঠামো তৈরী করতে এবং এরসাথে সম্পর্কযুক্ত কাজের ক্ষেত্র তৈরীতে সবশুদ্ধ খরচ হবে ৭ বিলিয়ন মার্কিন ডলার।
সুন্দর পিছাই বলছেন, গুগুল ২০১৭ এবং ২০১৮ তে যা বিদ্যুৎ খরচ করেছে তার সবটাই নবীকরণযোগ্য বিদ্যুৎ - সৌর এবং উইন্ডমিল জেনারেটরের মাধ্যমে পাওয়া।
প্রসঙ্গত উল্লেখ্য গুগুলের শত শত কর্মীরা ২০ শে সেপ্টেম্বরের " গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে " অংশগ্রহণ করেছে।
নতুন এই নবীকরণযোগ্য শক্তির পরিকাঠামো গড়তে লক্ষ লক্ষ সোলার প্যানেল এবং শত শত হাওয়াকল বা উইন্ডমিল জেনারেটর প্রয়োজন হবে।
গুগুল এ ছাড়াও আমরিকার রিনিউএবল এনার্জি বায়ার্স এ্যালায়েন্স ( REBA) কে ৫ লক্ষ মারকিন ডলার এবং ইওরোপের RE-Source কে ৫ লক্ষ ইউরো অনুদান দেবে।
এটা একটা বিরাট খবর - গুগুল আগামীদিনের ট্রেন্ড সেট করলো, আগামী বিশ্বের শক্তি কাঠামো নবীকরণযোগ্য বৈদ্যুতিক শক্তির ওপরেই গড়ে উঠবে, কয়লা- তেল- গ্যাসের অর্থনীতি প্রতিস্থাপিত হবে সৌর- জল- হাওয়া বিদ্যুতের অর্থনীতি দিয়ে - নতুন এই পৃথিবীর স্বপ্ন দেখা এবং তাকে বাস্তবায়িত করার মধ্য দিয়েই এ বিশ্বের মুক্তি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code