গত ১৩ সেপ্টেম্বর নেতাজী ইন্ডোরে এক অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, সরকারি কর্মচারীদের নতুন পে কমিশন নিয়ে ২৩ তারিখ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠকে পাস হলো ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ৷ সূত্রের খবর, এবার বেতন কমিশনের সুপারিশ পৌঁছে যাবে অর্থদপ্তরে৷ অর্থ দপ্তর সুপারিশ খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে খবর৷
অর্থমন্ত্রী বলেন, বেসিক পে ও গ্রেড পে যোগ করে দেওয়া হল। একইসঙ্গে যোগ করে দেওয়া হল ডিএ-ও। ফলে আগে যে বেতন ১০০ টাকা ছিল, সেটা বেড়ে হচ্ছে ২২৫ টাকা। এবার এই ২২৫ টাকার উপর ১৪.২২ শতাংশ বেতন বৃদ্ধি করা হচ্ছে। এরফলে বর্ধিত বেতন দাঁড়াচ্ছে ২৫৬ টাকা। এখন ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত, পর পর ৩ বছর ৩ শতাংশ করে বেতন বৃদ্ধি এই ২৫৬ টাকার সঙ্গে যোগ করা হচ্ছে। যারফলে সবমিলিয়ে ১০০ টাকার বেতন বেড়ে দাঁড়াচ্ছে ২৮০.৯০ টাকা। একইসঙ্গে দ্বিগুণ হচ্ছে গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা। ৬ লাখ থেকে বেড়ে বেড়ে ১২ লাখ হচ্ছে গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা। এছাড়া অন্যখাতেও বাড়ছে ভাতার পরিমাণ। ষষ্ঠ পে কমিশনের সুপারিশের থেকেও কিছু ক্ষেত্রে ভাতার পরিমাণ বাড়িয়েছে রাজ্য সরকার।
একনজরে
বাড়ি ভাড়া ভাতা- ৬ হাজার থেকে বেড়ে হচ্ছে ১২ হাজার টাকা।
টিফিন খরচ- ন্যূনতম ১০ টাকা ছিল। কমিশন ২০ টাকা করার সুপারিশ করে। সেটাকে বাড়িয়ে ৩০ টাকা করল সরকার। আর সর্বোচ্চ ৬০ টাকাকে বাড়িয়ে করা হল ১৮০ টাকা।
মেডিক্যাল অ্যালাউন্স- মাসে ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৪০০ টাকা করার সুপারিশ করেছিল কমিশন। রাজ্য সরকার সেটাকে আরও বাড়িয়ে ৫০০ টাকা করল। ঊর্ধ্বসীমা ২৫০০ থেকে বেড়ে হচ্ছে ৩৫০০ টাকা।
টিফিন খরচ- ন্যূনতম ১০ টাকা ছিল। কমিশন ২০ টাকা করার সুপারিশ করে। সেটাকে বাড়িয়ে ৩০ টাকা করল সরকার। আর সর্বোচ্চ ৬০ টাকাকে বাড়িয়ে করা হল ১৮০ টাকা।
মেডিক্যাল অ্যালাউন্স- মাসে ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৪০০ টাকা করার সুপারিশ করেছিল কমিশন। রাজ্য সরকার সেটাকে আরও বাড়িয়ে ৫০০ টাকা করল। ঊর্ধ্বসীমা ২৫০০ থেকে বেড়ে হচ্ছে ৩৫০০ টাকা।
নন প্র্যাকটিসিং অ্যালাউন্স- পে কমিশন সুপারিশ করেছিল ১ লাখ ৮০ হাজার, রাজ্য সরকার সেটাকে বাড়িয়ে করল ২ লাখ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊