Latest News

6/recent/ticker-posts

Ad Code

খোঁজ মিললো রাজীব কুমারের!



গত শনিবার আলিপুর জেলা বিচারকের এজলাসে আগাম জামিনের আবেদন জানিয়েছিল রাজীব কুমার। আদালত সূত্রের খবর, তাতে রাজীব কুমারের নিজের সই ছিল। আর এই সই নিয়েই শুরু হয়েছে জল্পনা। তাহলে কি প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার শহর বা শহরতলির কোথাও আত্মগোপন করে রয়েছেন? তাহলে সিবিআই কেন তাকে খোঁজে পাচ্ছে না। উঠছে এই প্রশ্নও?

আইন অনুযায়ী আদালত থেকে আগাম জামিন পেতে আবেদনকারীকে ওকালতনামায় সই করতে হয়। গত শনিবার প্রাক্তন রাজীব কুমার আলিপুর আদালতে যে আগাম জামিনের আবেদন করেন। সেই ওকালতনামায় সই ছিল স্বয়ং রাজীব কুমারের। যাকে হন্যে হয়ে অনবরত খোঁজে চলেছে সিবিআই। আলিপুর আদালতে ওকালতনামা জমা পড়ার পর সিবিআই মনে করেছিল, ওই আবেদনে হয়ত রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতা কুমারের সই রয়েছে। কিন্তু পরে বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে, ওকালতনামায় সই রয়েছে রাজীবেরই।
গত শনিবার সেই সংক্রান্ত মামলার শুনানি ছিল আদালতে। দীর্ঘক্ষণ দু'পক্ষের মধ্যে সওয়াল জবাব চলে। রাজীবের আইনজীবী দেবাশীষ রায় ব্যাখ্যা করেন, ২০১৪ সালে সুপ্রিম কোর্টের নির্দেশের পর কীভাবে সারদা মামলা এগিয়েছে।
তাঁর সওয়াল, সিবিআইয়ের চার্জশিট এবং ৬টি অতিরিক্ত চার্জশিটে কোথাও রাজীব কুমারকে অপরাধী বলে উল্লেখ করেনি। কিন্তু তাঁকে কুমির ছানার মতো ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর আইনজীবীর। অন্যদিকে পালটা সিবিআইয়ের আইনজীবী তাঁর সওয়াল জবাবে যান, রাজীব কুমার পলাতক। যিনি কিনা আইনের রক্ষাকারী তিনিই এখন পালিয়ে বেড়াচ্ছেন। প্রায় কয়েক ঘন্টা ধরে সওয়াল জবাব চলে। শুনানি শেষে আদালত তাঁর নির্দেশে আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়।
যদিও আজ সোমবার ফের আগাম জামিনের আবেদন করতে কলকাতা হাইকোর্টে পৌঁছে গিয়েছে রাজীব কুমারের আইনজীবীরা।


(সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, নিউজফিড থেকে সংগৃহীত)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code