Latest News

6/recent/ticker-posts

Ad Code

একাধিক ID কার্ড নয়, এ বার 'এক দেশ, এক পরিচয়পত্র'



আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ একজন নাগরিকের একাধিক পরিচয় পত্র তুলে দিয়ে এ বার 'এক দেশ, এক পরিচয়পত্র'-এর পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে ঘোষণা করলেন, ২০২১ সালের জনগণনা তথ্য মোবাইল অ্যাপ-এর মাধ্যমে সংগ্রহ করা হবে।

তিনি বলেন, 'আধার কার্ড, পাসপোর্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড-- এতগুলি পরিচয়পত্রের বদলে একটিই পরিচয়পত্র থাকলে কেমন হয়? একটি কার্ডেই একজন নাগরিকের পরিচিতি থাকবে, এরকম ব্যবস্থা করা উচিত। সেই কারণেই ডিজিটাল সেন্সাস গুরুত্বপূর্ণ।'

২০১২-এর জনগণনার ক্ষেত্রে, জম্মু-কাশ্মীরে জনগণনা শুরু হবে ২০২০ ১ অক্টোবর। ওই সময়ই গণনা হবে হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ডের তুষারাবৃত অঞ্চল। দেশের বাকি অংশের জনগণনা হবে ২০২১ সালের ১ মার্চ। ১৬টি ভাষায় এই জনগণনায় খরচ হবে ১২ হাজার কোটি টাকা। অমিত শাহ বলেন, 'দেশের ১৩০ কোটি জনতার জানা উচিত ডিজিটাল সেন্সাসের উপকারিতা। কী ভাবে এই জনগণনা তথ্য ভবিষ্যতের পরিকল্পনা, উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হবে, তা জানা দরকার।'


(সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, নিউজফিড থেকে সংগৃহীত)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code