নিজস্ব সংবাদ দাতা, ৮-সেপ্টেম্বর :
দিনহাটা 2নং ব্লকের মর্নেয়া বাজার প্রাঙ্গণে মর্নেয়া হরেন্দ্রনাথ মেমোরিয়াল অ্যাসোসিয়েশনের ও সাহেবগঞ্জ থানার যৌথ উদ্যোগে "সেভ ড্রাইভ সেফ লাইফ" কর্মসূচি অনুষ্ঠিত হলো ।
জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উক্ত কর্মসূচির সূচনা হয় । এখানে উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ থানার ওসি হেমন্ত কুমার শর্মা মহাশয় , এস.আই পিংকি রায় মহাশয়া , বিশিষ্ট আইনজীবী আশরাফুল আলম স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি নৃপেন্দ্র বর্মণ ও ক্লাব সদস্যগণ । ক্লাবের সদস্যরা গোলাপফুল ও ব্যাচ পরিয়ে তাদের বরণ করে নেন । সাহেবগঞ্জ থানার ও.সি হেমন্ত কুমার শর্মা বলেন- রাস্তায় নিজের জীবনকে সুরক্ষিত রাখবার জন্য আমাদের সবাইকে হেলমেট ব্যবহার করতে হবে , এছাড়াও তিনি বাল্যবিবাহ সম্পর্কে সচেতন হওয়ার বার্তা দেন ।
এরপর রাস্তার হেলমেট পরিহিত ও বিহীনদের মিস্টি মুখ করিয়ে সচেতন হওয়ার কথা বলেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊