আরিফ হোসেন, বড়ো আটিয়াবাড়ি, ৮ সেপ্টেম্বর: বিজেপি সরকার কেন্দ্রে আসতেই চারদিকে শুরু হয়েছে NRC এ নিয়ে মানুষের মনে নানান চিন্তা। সদ‍্য আসামে NRC এর চূড়ান্ত তালিকা প্রকাশ হলে জানা যায় প্রায় ১৯ লক্ষ বাদ পড়েছে তালিকা থেকে। যার মধ‍্যে বাঙালী জাতির সংখ‍্যা অনেক বেশি। এরপরেই শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে। এই খবর ঘুরপাক খাচ্ছে দূরদর্শন থেকে সামাজিক মাধ‍্যম ও মানুষের কানে কানে। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে এই নিয়ে প্রতিবাদী মিছিল ও অবস্থান বিক্ষোভ। ক্ষোভ উগরে বিরোধী নেতাদের নানা মন্তব‍্য ক‍রতে দেখা গেছে। এবার কোচবিহার জেলার দিনহাটার বড়ো আটিয়াবাড়ি ১নং অঞ্চল এর ফকিরতকেয়া বাজারের তৃণমূল পার্টি অফিস থেকে এদিন সন্ধ‍্যাবেলা একটি প্রতিবাদী মিছিল বের হয়। মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূলের বেশ কিছু নেতাসহ ঢল নামে সাধারন মানুষেরও। NRC চালু করার প্রতিবাদে এই মিছিল চলে বেশ কিছুক্ষন।