কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে গ্রেফতার করতে মোদি সরকারকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের! সূত্রের খবর, সিবিআই-কে তিনি 'ফ্যাসিস্ট বিজেপি-র রাজনৈতিক হাতল' হিসেবে আখ্যায়িত করেছেন। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠমহলে তিনি এও বলেছেন যে, রাজীব 'দেশের সেরা অফিসার এবং তাকে সমস্তরকম সুরক্ষা দেবে রাজ্য সরকার।'
সূত্রের খবর, তৃণমূল সুপ্রিমো এমন বক্তব্য রেখেছিলেন যখন সিবিআই প্রস্তুত রাজীবকে তলব করতে। আর তারপরই দেখা গেল তদন্তকারী সংস্থার সঙ্গে প্রাক্তন পুলিশ কমিশনারের লুকোচুরি খেলা। সূত্রের খবর, রাজীব কুমার ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করে আরও সময় চেয়ে একটি ইমেল পাঠিয়েছেন।
কিন্তু সিবিআই অধিকর্তার ঘনিষ্ঠমহল সূত্রের খবর, তারা এই অনুরোধ একপ্রকার নাকচ করে দিয়েছেন। এএনএম নিউজের কাছে খবর, রাজীব কুমারকে তলবের জন্য সিবিআই অধিকর্তা ঋষি শুক্লা আইনি পরামর্শ নেওয়ার আদেশ দিয়েছেন। বিশ্বস্ত সূত্রে এও খবর যে, সিবিআই আধিকারিকরা রাজীবের সমন উপেক্ষা করার পাশাপাশি 'গ্রেফতার নয়' দুটি বিষয় নিয়ে বেশ চর্চা করেন। কীভাবে রাজীব জিজ্ঞাসাবাদ থেকে নিজেকে সরিয়ে রাখছেন? এবং পরবর্তী পদক্ষেপ কী হতে পারে সে নিয়েও আলোচনা হয়।
দিল্লির একজন উর্ধ্বতন কর্মকর্তা যিনি তদন্তের তদারকি করছেন তিনি এএনএম নিউজকে জানিয়েছেন,'তার যদি কোনো কিছুই গোপন করার না থাকে তাহলে কেন তিনি আদালত থেকে গ্রেফতার যাতে না হয় তার সুরক্ষা চাইছেন? তিনি একজন আইপিএস অফিসার এবং তিনি এটা ভালো করেই জানেন যে, পর্যাপ্ত কারণ আর প্রমাণ না থাকলে কোনো সংস্থা একজনকে গ্রেফতার করতে পারে না।'
(সংবাদ একলব্য এই সংবাদ সম্পাদনা করেনি, সরাসরি নিউজফিড থেকে সংগৃহীত)
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊