শনিবার (১৪ সেপ্টেম্বর) ‘হিন্দি দিবস’ উপলক্ষ্যে এক টুইটে অমিত শাহ লেখেন, ‘হিন্দি ভাষাই ভারতের ঐক্যকে ধরে রাখতে পারে। কারণ, বহু ভাষাভাষীর এইদেশে সবচেয়ে বেশিসংখ্যক মানুষ এই ভাষাতেই কথা বলেন’
ভারতের সবপ্রান্তের মানুষের মুখের ভাষা যাতে হিন্দি হয়ে ওঠে, তার পক্ষে নিজের জোরালো অবস্থান ব্যক্ত করেছেন  স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহ।
অমিত শাহের ওই মন্তব্যে তোলপাড় শুরু হয় ভারতের রাজনৈতিক মহলে। ইতিমধ্যে অনেকেই বিজেপি সভাপতির ওই মন্তব্যের বিরুদ্ধে মুখ খুলেছেন। সেই ধারাবাহিকতায় এবার অমিতের ‘ভাষা-তত্ত্ব’ নিয়ে প্রতিক্রিয়া জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব মাতৃভাষা ও সংস্কৃতিকে সম্মান দেখানোর পক্ষেই অবস্থান নিয়েছেন তিনি। 
টুইট করে মমতা লেখেন, “হিন্দি দিবসে সবাইকে জানাই শুভেচ্ছা। আমাদের উচিৎ সব ভাষা ও সংস্কৃতিকে সমানভাবে সম্মান জানানো। আমরা অনেক ভাষাই শিখতে পারি কিন্তু মাতৃভাষাকে কখনই ভোলা উচিত নয়।”