Latest News

6/recent/ticker-posts

Ad Code

আগামী ২৪ ঘন্টায় প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস



পুজোর মুখে খারাপ খবর। আগামী ২৪ ঘন্টায় রাজ্যজুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। জোড়া ঘুর্ণাবর্তের কারনে ভারী থেকে কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে বঙ্গোপসাগর এবং অসমের অবস্থিত রয়েছে জোড়া দুটি ঘুর্ণাবর্ত। আর যার জেরেই এই বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের পাঁচ জেলায় আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। যার মধ্যে মালদহ এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, অসম এবং সংলগ্ন এলাকায় এক্টী নতুন করে ঘুর্ণাবর্ত তৈরি হয়েছে। আর তার জেরেই উত্তরবঙ্গের জেলাগুলিতে এমন ভারী বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পঙে তুলনামূলক বেশি বৃষ্টি হবে । পাশাপাশি, মালদহ ও উত্তর দিনাজপুরেও বৃষ্টির পরিমাণ এই ক'দিন বেশি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
অন্যদিকে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে । আবহাওয়া অফিসের তরফে দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে এই ঘুর্ণাবর্তের কারনে আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

(সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা  করেনি, নিউজফিড থেকে সংগৃহীত)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code