মধুসূদন রায়, ময়নাগুড়ি, ১৫ই সেপ্টেম্বরঃ আজ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রথের হাট এলাকার বাসিন্দা রোহিত মণ্ডলের পরিবারকে অর্থের সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে এলো প্রয়াস সাথী ওয়েলফেয়ার অরগানাইজেশন গ্রুপ।
জানা যায় রথের হাটের  রোহিত মণ্ডল নামে একজন শিশু যে শারীরিক ভাবে প্রতিবন্ধী এবং তার পরিবার খুবই দুস্থ, এমনকি তার বাবাও মানসিক ভাবে ভারসাম্যহীন। পরিবারের একমাত্র আয়ের উৎস রোহিত মণ্ডলের ঠাকুমা। বৃদ্ধ বয়সে সংসার অটুট রাখতে কাসুন্দি বিক্রি করে যা অর্থ উপাজর্ন হয় তা দিয়ে কোনোরকম সংসার চালান তিনি । তাই রোহিত মণ্ডলের  পরিবারের পাশে এসে আজ দাঁড়িয়েছে প্রয়াস সাথী ওয়েলফেয়ার অরগানাইজেশন  গ্রুপ। প্রয়াস সাথী ওয়েলফেয়ার অরগানাইজেশন গ্রুপের পক্ষ থেকে রোহিতের পরিবারের হাতে তুলে দেওয়া হয় চাল, ডাল, ডিম, তেল, সাবান ও যাবতীয় গালামাল খরচ, সাথে কিছু আর্থিক সাহায্য। তার সাথে রোহিতের পড়াশুনার যাবতীয় খরচের আশ্বাস দেওয়া হয় তার পরিবারকে বলে জানা যায়।