আরিফ হোসেন, দিনহাটা, ১৫ই সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গজুড়ে এন আর সি নিয়ে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল এমনকি শাসকদল তৃণমূল কংগ্রেসও সরব হয়েছে। এর থেকে পিছিয়ে নেই নস‍্যশেখ উন্নয়ন পরিষদ। এন আর সি নিয়ে মানুষের সমস‍্যা সমাধান ও এন আর সি তে বিভিন্ন সমস‍্যায় পড়া মানুষদের সাহায‍্যের হাত বাড়িয়ে দিতে এই সংগঠন পথ চলা শুরু করেছে। 

নস্যশেখ উন্নয়ন পরিষদ-এর পক্ষ থেকে আজকে দিনহাটা মহকুমা ভিত্তিক কর্মী সমাবেশ  হলো দিনহাটা সোনি দেবি জৈন হাই স্কুলে। গঠিত হলো দিনহাটা ১নং এবং ২নং ব্লক কমিটি। সাথে সিতাই ব্লকে কাজের জন্য একটি অস্থায়ী কমিটিও গঠন করা হয়।

নস্যশেখ উন্নয়ন পরিষদ এর দাবি -
১. পিছিয়ে পড়া নস্যসেখ জনজাতীর জন্য একটি উন্নয়ন পর্ষদ গঠন।
২.নস্যসেখ জনজাতীকে ভূমিপুত্র (O.I.) হিসেবে স্বীকৃতি প্রদান করা।
৩.পুরোনো সব জমির দলিল কোলকাতা থেকে নিয়ে এসে BLRO/RI অফিসে মজুত করা।
৪. পুরোনো ভোটার তালিকা কোলকাতা থেকে নিয়ে এসে গ্রাম পঞ্চায়েত(GP) অফিসে মজুত করা।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নস্যশেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক শিক্ষক আমিনাল হক মহাশয়। আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শিক্ষক নাসির উদ্দিন, মহিউদ্দিন সাহেব, কোষাধক্ষ্য শিক্ষক সামিম আখতার এবং কেন্দ্রীয় কমিটির সদস্য বিশিষ্ট আইনজীবী ও সমাজকর্মী মিঠু সরকার (আহসান উল আলম সরকার), শিক্ষক আবদুল আজিজ সাহেব, শিক্ষক হোসেন আলি মিঞা । NRC বিষয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র  সমালোচনায় সরব ছিলেন সকল বক্তারাই। আমিনাল হক বলেন নস্যশেখ জনজাতি স্বাধীনতার পূর্বে শত শত বছর ধরে এখানে বসবাস করছে। তাই আমাদের ভূমিপুত্র স্বীকৃতি পাওয়া একটি ন্যায্য অধিকার। আমরা রাজ্য সরকারকে আমাদের চারটি দাবির কথাই জানাবো। যদি তা সরকার মেনে না নেয় তবে আরো বৃহত্তর আন্দলোনে নামবে নস্যশেখ উন্নয়ন পরিষদ। এদিন এই কর্মী সমাবেশে প্রচুর মানুষের উপস্থিতি ঘটে।