আরিফ হোসেন, মাথাভাঙ্গা, ১৮ই সেপ্টেম্বর: 
বেশ কিছুদিন ধরেই নজরে আসছে আসামে এন আর সি এর পর এ রাজ‍্যেও এন আর সি নিয়ে মানুষের মনে একটা ভয়, ভীতি ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘরে ঘরে চিন্তার ভাঁজ। সেই চিন্তামুক্ত করার লক্ষ‍্যে ও নিম্নোক্ত কিছু দাবি নিয়ে পথে নেমেছে নস‍্যসেখ উন্নয়ন পরিষদ। এই সভা অনুষ্ঠিত হয় মাথাভাঙ্গা হাই মাদ্রাসা প্রাঙ্গনে। যদিও প্রথমে বিদ‍্যালয় শ্রেণিকক্ষে এই সভার আয়োজন করা হয় কিন্তু মানুষের জমায়েত এত বেশি হয় যে ঘরে জায়গার অভাব দেখা দেয়। পরে মাদ্রাসা প্রাঙ্গনে সভার কাজ সম্পন্ন হয়। 

নস্যশেখ উন্নয়ন পরিষদ এর দাবি -
১. পিছিয়ে পড়া নস্যসেখ জনজাতীর জন্য একটি উন্নয়ন পর্ষদ গঠন। 
২.নস্যসেখ জনজাতীকে ভূমিপুত্র (O.I.) হিসেবে স্বীকৃতি প্রদান করা। 
৩.পুরোনো সব জমির দলিল কোলকাতা থেকে নিয়ে এসে BLRO/RI অফিসে মজুত করা। 
৪. পুরোনো ভোটার তালিকা কোলকাতা থেকে নিয়ে এসে গ্রাম পঞ্চায়েত(GP) অফিসে মজুত করা।
উপরিউক্ত দাবিগুলো সহ এন আর সি এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।