Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোচবিহারে প্রতিবাদী পথ চিত্র প্রদর্শনী-আর্ট কলেজ ও আর্ট গ্যালারীর দাবিতে

সংবাদ একলব্য, ১৮ আগস্টঃ 
কোচবিহার জেলার শিল্প ও সংস্কৃতির সমৃদ্ধ একটা ইতিহাস রয়েছে। কোচবিহারের রাজারা ছিলেন শিল্প-সাহিত্য-সংস্কৃতির অন্যতম পৃষ্টপোষক । বর্তমানে এই ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কোচবিহারের প্রতিভাবান শিল্পীরা । কিন্তু শিল্পীদের নিজেদের শিল্প ভাবনা তুলে ধরার জন্য কোন আর্ট গ্যালারী নেই।  দীর্ঘদিন থেকে এই আর্ট গ্যালারী স্থাপনের দাবি থাকলেও তা এখনো তৈরি না হওয়ায় শিল্পীরা তাঁদের শিল্পকর্ম মানুষের কাছে তুলে ধরতে পারছে না। শুধু তাই নয় শিল্প চর্চার জন্য কোচবিহারে তথা উত্তরবঙ্গে কোন আর্ট কলেজও নেই। 
তাই এই সমস্যা সমাধান করতে কোচবিহার শহরে সাগরদীঘির পাড়ে , আজ কোচবিহার সমকালীন শিল্পী গোষ্ঠী  আর্ট কলেজ এবং আর্ট গ্যালারীর দাবিতে একটি প্রতিবাদী পথ চিত্র প্রদর্শনীতে সামিল হয়েছেন। 
কোচবিহার সমকালীন শিল্প গোষ্ঠীর সম্পাদক শিল্পী ভরত চন্দ্র বণিক জানান- 'আমাদের উত্তরবঙ্গে একটিও আর্ট কলেজ নেই-আমাদের আগামী  প্রজন্মের শিল্পীদের জন্য আর্ট কলেজ এবং আর্ট গ্যালারীর দাবিতে আজকের আমাদের এই প্রতিবাদী পথ চিত্র প্রদর্শনী।'
বিস্তারিত শুনুন ভিডিওতে-

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code