উত্তরের গুনী সুজন মাধবী দাস 
শুভাশিস দাশ 


কবিতার মধ্যে ডুবে থাকা যে কজন উত্তরের মুখ তাঁদের একজন মাধবী দাস । উত্তরবঙ্গের বিভিন্ন পত্রপত্রিকার এই মুহূর্তের একটি পরিচিত মুখ । 
ছোট থেকেই আগ্রহ ছিল লেখার, সেই থেকে 
চলছে অনুশীলন জীবনের অন্যান্য পাঠ নেবার সাথে সাথে । কবিতা ছাড়া ছোট গল্প লিখতেও তিনি ভালবাসেন । 
আর যে কথাটি বলা অত্যন্ত প্রয়োজন সেটি হলো মাধবী দাস একজন সফল সম্পাদক । তাঁর সম্পাদিত ' গোল্লা ছুট' লিটিল ম্যাগের জগতে জায়গা করে নিয়েছে । এমন পরিপাটি একটি ছোট পত্রিকার মানও যথেষ্ট উন্নত । 
বেরিয়েছে তাঁর কাব্য গ্রন্থও । মাধবীর কবিতা আলাদা করে চিনে নেয়া যায় । শব্দের নতুন নতুন প্রয়োগ তাঁর কবিতাকে অনায়াসে অন্য মাত্রা এনে দেয় । 
মাধবী দাসের কলম চলুক তাঁর কবিতা ছড়িয়ে পড়ুক বাংলার বিস্তীর্ণ অঞ্চলে ।