Latest News

6/recent/ticker-posts

Ad Code

ইটাহারে নস‍্যসেখ উন্নয়ন পরিষদের NRC বিষয়ক আলোচনা সভায় জনজোয়ার






আরিফ হোসেন, ইটাহার, ১৭ই সেপ্টেম্বর: আসামে NRC এর জেরে বাদ পড়ে গেছে প্রায় ১৯লক্ষ মানুষ। এরপরেই নড়েচড়ে বসেছে পশ্চিমবঙ্গের শাসকদলসহ অন‍্যান‍্য রাজনৈতিক সংগঠনগুলো। অরাজনৈতিক সংগঠনের মধ‍্যে একমাত্র মাথা নড়ে বসেছে "নস‍্যসেখ উন্নয়ন পরিষদ"। প্রায় উত্তরবঙ্গ জুড়ে কিছুদিন যাবৎ নানান কর্মসূচী, সভা করে চলছেন নস‍্যসেখ পরিষদ। এদিন উত্তর দিনাজপুরের ইটাহারে NRC বিষয়ক একটি আলোচনা সভার আয়োজন করে নস‍্যসেখ উন্নয়ন পরিষদ। এদিন, এই আলোচনা সভায় যুবক থেকে শুরু বৃদ্ধ প্রায় পাঁচ হাজার মানুষের সমাবেশ ঘটে। এদিনের আলোচনা সভায়  উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট  মাননীয় বজলে রহমান মহাশয় এবং স্থানীয় বিধায়ক মাননীয় অমল আচার্য মহাশয় সহ আরো অনেকে। 

নস্যশেখ উন্নয়ন পরিষদ এর দাবি -
১. পিছিয়ে পড়া নস্যসেখ জনজাতীর জন্য একটি উন্নয়ন পর্ষদ গঠন। 
২.নস্যসেখ জনজাতীকে ভূমিপুত্র (O.I.) হিসেবে স্বীকৃতি প্রদান করা। 
৩.পুরোনো সব জমির দলিল কোলকাতা থেকে নিয়ে এসে BLRO/RI অফিসে মজুত করা। 
৪. পুরোনো ভোটার তালিকা কোলকাতা থেকে নিয়ে এসে গ্রাম পঞ্চায়েত(GP) অফিসে মজুত করা।
   নস‍্যসেখ পরিষদ উন্নয়নের পক্ষ থেকে জানা যায়, এই সকল দাবিই তাদের মৌলিক দাবি। তাই সকল জনসাধারনকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। আন্দোলন সফল না হলে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেবে বলে জানা গেছে।






আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code