Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটা ২নং ব্লকের বি ডি ও অফিসের তত্বাবধানে এক দিবসীয় কৃষি প্রশিক্ষণ শিবির








বাসান্তিরহাট,১৭ই সেপ্টেম্বর:
আজ দিনহাটা ২নং ব্লকের  বি ডি ও অফিসের তত্বাবধানে এক দিবসীয় কৃষি প্রশিক্ষণ বিষয়ক আলোচনা ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো বুড়িরহাট ২নং গ্রাম পঞ্চায়েতের অধীন মর্নেয়া-১ এ পি বিদ্যালয়ের শ্রেণীকক্ষে। সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা২নং পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধক্ষ্য বিমল চন্দ্র বর্মন মহাশয়, এ ডি ও, এবং পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যগন। পাশাপাশি অত্র এলাকার প্রচুর কৃষক বন্ধু। আলোচনা সভায় বিভিন্ন ফসল চাষের পদ্ধতি ,কৃষি সরঞ্জাম, কীটনাশক ব্যবহারের নিয়ম সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং কতিপয় কৃষকের চাষের ব্যাপারে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরিশেষে উপস্থিত সমস্ত কৃষকের মধ্যাহ্নকালীন আহারের মাধ্যমে প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি হয়। পঞ্চায়েত সমিতির এক সদস্য জানান-  আজকের এই আলোচনা শিবির সার্থক ও সুন্দরভাবে সফল হয়েছে। প্রায় শতাধিক কৃষকের সমাবেশে।



























আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code