Sangbad Ekalavya:


গত লোকসভা নির্বাচনে কোচবিহারে তৃণমূলকে ধরাশায়ী করেছিলেন যে দাপুটে নেতা-তাঁর নাম নিশীথ প্রামাণিক। দলে দলে তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগদানের ঢল নামে কোচবিহারে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই বিজেপি থেকে প্রত্যাবর্তন করছেন অনেক নেতাই। এর পেছনে কোচবিহারে বিজেপির সাংগঠনিক দূর্বলতাকে দায়ী করেছেন অনেকে। অনেকেই আবার বলেন, নিশীথ প্রামাণিক নিষ্কৃয় থাকাতেই বিজেপির এই বিপর্যয়। 

গতকাল কোচবিহার ১০ নং শক্তি ওয়ার্ডে একটা সভায় তৃণমূলকে চড়ম হুঁশিয়ারি দিয়ে দলের মনোবল চাঙ্গা করলেন এই দাপুটে নেতা। বিস্তারিত শুনুন ভিডিওতে-