Latest News

6/recent/ticker-posts

Ad Code

মনীষী পঞ্চানন বর্মার তিরোধান দিবস পালন ও রক্তদান শিবির


মধুসূদন রায়, ময়নাগুড়ি, ১০ সেপ্টেম্বর : আজ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ৩১ নম্বর জাতীয় সড়কের টেকাটুলি বাজারের তরূণ সংঘ পাঠাগারের ফুটবল খেলার মাঠে মনিষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার  তিরোধান দিবস পালন করলেন কামতাপুর মাতৃভূমি সুরক্ষা কমিটি।
আজ সকাল ১০টা থেকে বেলা প্রায় ৩টা নাগাদ পযর্ন্ত  রক্তদান শিবিরের আয়োজন করে ও তারসাথে আবক্ষ মূর্তি উন্মোচন করে কামতাপুর মাতৃভূমি সুরক্ষা কমিটি।
রক্তদান শিবির ও আবক্ষ মূর্তি উন্মোচনের পর শুরু হয়  শিল্পীদের নিয়ে  নৃত্যানুষ্ঠান। দেখুন ভিডিওতে-

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code