কলকাতা, ১১ সেপ্টেম্বর: নতুন মোটরযান আইন পশ্চিমবঙ্গে প্রযোজ্য হবে না। মোটর যানবাহন আইনের সংশোধনীগুলি 'অত্যন্ত কঠোর' আখ্যা দিয়ে তৃণমূল কংগ্রেস প্রধান রাজ্যে নতুন মোটরযান আইন কার্যকর করতে অস্বীকার করেছেন।
দুর্ঘটনা কমেছে বলে মুখ্যমন্ত্রী আরও বলেন যে বাংলায় ইতিমধ্যে "সেফ ড্রাইভ সেভ লাইফ" প্রচারণা রয়েছে - সড়ক সুরক্ষায় ফোকাস করে বেঙ্গল সরকারের একটি প্রধান কর্মসূচি। পশ্চিমবঙ্গ ছাড়াও, মধ্য প্রদেশ, রাজস্থান, এবং কেরালার আইন বাতিল হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন এ-ও অভিযোগ করেন, কেন্দ্র এক তরফা ভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। কারও সঙ্গে আলোচনা করেনি।
পুরনো মোটর ভেহিকেলস আইন সংশোধন করে সংসদে পাশ করানোর পর ১ সেপ্টেম্বর থেকে তা গোটা দেশে কার্যকর হওয়া শুরু হয়েছে। তার পর রাজ্যে রাজ্যে যেন জরিমানা আদায়ের প্রতিযোগিতা চলছে। ওড়িশার অটোচালককে সাড়ে ৪৭ হাজার টাকা জরিমানা দিতে হলে, উত্তরপ্রদেশের ট্রাক চালককে দিতে হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার টাকা। 
কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন স্পষ্ট বলেন, বাংলায় তা হবে না।