Latest News

6/recent/ticker-posts

Ad Code

100 বছরের ইতিহাসে রাজপরিবারে এমন ঘটনা ঘটেনি যা এই রানীর সাথে ঘটলো


অমিত সরকার;
সংস্থা রয়টার্স জানিয়েছে, বিপুল সংখ্যক ভিজিটরের কারণে যে ওয়েবসাইটে রানির ছবি প্রকাশ করা হয়েছে সেটি ক্র্যাশ করেছে। ছবির পাশপাশি রানির জীবনবৃত্তান্তও প্রকাশ করা হয়েছে। রানি ভাজিরাপাকদি বিমান চালনা, নার্স ও দেহরক্ষী হিসেবে প্রশিক্ষণ পেয়েছেন।

থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের নতুন স্ত্রী সিনিনাতলং ভাজিরাপাকদি দুর্লভ কিছু ছবি প্রকাশ করেছে। রাজপ্রাসাদের প্রকাশিত ওই ছবি দেখতে বিপুল সংখ্যক ভিজিটরের কারণে ইতোমধ্যে ক্র্যাশ করেছে ওই ওয়েবসাইট।

এর দুই মাস পর রানিকে "সিনিনাত" উপাধি দেন রাজা। এর মাধ্যমে রাজ পরিবারের গত ১০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কাউকে রাজকীয় উপাধি দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code