আমেরিকার এন আর জি স্টেডিয়ামে ৫০হাজেরেও বেশি ভারতীয়ের সামনে একই মঞ্চে দেখা গেলো বিশ্বের এই সময়ের দুই জনপ্রিয় নেতা মোদী ও ডোনাল্ড ট্রাম্পকে। এই জনসভার নাম দেওয়া হয় Howdy modi.মোদী ট্রাম্পকে পাশে দাঁড় করিয়ে রেখে তাঁর ভাষণে মার্কিন রাষ্ট্রপতির ভূয়সি প্রশংসা করেন।মোদী বলেন-আজ অত্যন্ত স্পেশাল মানুষ আমাদের পাশে আছেন।রাজনীতিতে যাঁর নাম গোটা বিশ্বে উচ্চারিত হয় তাঁর নাম ডোনাল্ড ট্রাম।এ এক অভূতপূর্ব ঘটনা।ইতিহাস তৈরির এই মুহূর্ত গোটা বিশ্ব দেখছে।
এদিন মোদী বলেন, 'আপনারা যদি জিজ্ঞাসা করেন হাউডি মোদী? আমি বলব ভারতে সব ভাল আছে।' এর পরই এই উক্তিটিই একাধিক ভারতীয় ভাষায় বলেন তিনি। বাংলায় বলেন, 'সব খুব ভাল।'
ভারতের গৌরবময় বিবিধতার কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের দেশের ভাষাবৈচিত্র আমাদের গর্ব। আর বিবিধতার মধ্যে ঐক্যই ভারতীয় গণতন্ত্রের সব থেকে বড় শক্তি। এই বিবিধতাই বিশ্বে ভারতকে গোটা বিশ্বে অনন্য করে তোলে। প্রত্যেক ভাষাতে কোটি কোটি মানুষ কথা বলেন। আর আমরা প্রতিটি ভাষাকে সম্মান করি।'
তিনি বলেন বহু ভাষা নিয়েই ভারত এগিয়ে চলছে। শুধু ভাষা নয় বহু সংস্কৃতি-বহু বৈচিত্র্য নিয়েও ভারত ঐক্যবদ্ধ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊