Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোচবিহার মাউন্টেনীয়ার্স ক্লাবের উদ্যোগে বিশ্ব গন্ডার দিবস




রানা দে, কোচবিহারঃ
কোচবিহার মাউন্টেনীয়ার্স ক্লাবের  উদ্যোগে ও  জলদাপাড়া বন্যপ্রাণ বিভাগের  সহযোগিতায় চিলাপাতার  বন দফতরের  কমিউনিটি হল ঘরে  চিলাপাতার বনকর্মী বাচ্চাদের  ও বন লক্ষিত আশপাশের  অঞ্চলের  কচি কাচাদের  নিয়ে এক অঙ্কন  প্রতিযোগীতার  আয়োজন  করা হয়েছে  , এবং বনদপ্তরের  কর্মী  ও  তাদের পরিবারের ও বন সংলগ্ন  অঞ্চলের  বস্তিবাসীদের  নিয়ে   এক  ফ্রি  মেডিক্যাল  চেক আপ  ক্যাম্পের আয়োজন  করা হয়েছে ।
শেষে সকল  শিবিরে অংশ  গ্রহণকারীদের  নিয়ে এক পদযাত্রার ও আয়োজন করা হয়েছে ।উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন চিলাপাতা ফরেস্ট রেঞ্জ অফিসার শ্রী সঞ্জীব দাস এছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার মাউন্টেনীয়ার্স ক্লাবের পক্ষ থেকে শ্রী দিলীপ চন্দ্র চৌধুরী, শ্রী সুজিত গুপ্তা ,শ্রী শিবু সরকার মহাশয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code