Latest News

6/recent/ticker-posts

Ad Code

সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের সাথে একসাথে লড়াই করবে - হিউস্টন থেকে বললেন ট্রাম্প



মিলটন মিয়াঃ 
আমেরিকার এন আর জি স্টেডিয়ামে ৫০হাজেরেও বেশি ভারতীয়ের সামনে একই মঞ্চে দেখা গেলো বিশ্বের এই সময়ের দুই জনপ্রিয় নেতা মোদী ও ডোনাল্ড ট্রাম্পকে। এই জনসভার নাম দেওয়া হয় Howdy modi.মোদী ট্রাম্পকে পাশে দাঁড় করিয়ে রেখে তাঁর ভাষণে মার্কিন রাষ্ট্রপতির ভূয়সি প্রশংসা করেন।মোদী বলেন-আজ অত্যন্ত স্পেশাল মানুষ আমাদের পাশে আছেন।রাজনীতিতে যাঁর নাম গোটা বিশ্বে উচ্চারিত হয় তাঁর নাম ডোনাল্ড ট্রাম।এ এক অভূতপূর্ব ঘটনা।ইতিহাস তৈরির এই মুহূর্ত  গোটা বিশ্ব দেখছে।
তিনি ভারতের বিভিন্ন ভাষায় বলেন 'ভারত ভালো আছে।' বহু ভাষা নিয়েই ভারত এগিয়ে চলছে। শুধু ভাষা নয় বহু সংস্কৃতি-বহু বৈচিত্র্য নিয়েও  ভারত ঐক্যবদ্ধ। 

তারপর ট্রাম্প তাঁর ভাষণে মোদীকে জন্মদিনের ও দ্বিতীয়বার ভারতের ক্ষমতায় বসার জন্য শুভেচ্ছা জানান।নতুন আমেরিকা তৈরির জন্য মোদিকে পাশে চান ডোনাল্ড ট্রাম্প।তিনি সবচেয়ে ভালো বন্ধু বলেও মন্তব্য করেন।মোদীর নেতৃত্বেই  ভারতে দারিদ্র দূরিকরণ হবে বলে তিনি মন্তব্য করেন।মার্কিন অর্থনীতি ভারতীয়রাই যে শক্তিশালী করেছে তা ট্রাম নির্দ্বিধায়  স্বীকার করেন।তিনি সব সময় ভারতীয়দের পাশে থাকবেন বলেও আশ্বাস দেন।নিরাপত্তা এখন দুই দেশের গুরুত্বপূর্ণ বিষয়,তাই দুই দেশের নিরাপত্তা জন্য একে অপরের পাশে থাকবে। সিমান্ত সুরক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে ভারতের সাথে রয়েছে ট্রাম্প। সন্ত্রাসের বিরুদ্ধ্বে একসাথে লড়াই করবে দুই দেশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code