Latest News

6/recent/ticker-posts

Ad Code

এবার পরেশ অধিকারীর মেয়ের নামে পোস্টার মেখলিগঞ্জের অলিগলিতে



মিলটন মিয়া,সংবাদ একলব্যঃ গত লোকসভা ভোটে কোচবিহারে তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছেন ফরওয়ার্ডব্লক দল ত্যাগী পরেশ অধিকারী। এক সময়কার ফরওয়ার্ডব্লকের এই দাপুটে নেতাকে চেনেননা এমন লোক কম আছে। পরেশ অধিকারী তৃণমূলে যোগদানের সঙ্গে সঙ্গে তার মেয়েও পশ্চিমবঙ্গের বেকারদের সমালোচিত মুখ হয়ে ওঠেন। সোস্যাল মিডিয়ার দৌলতে এ বিষয়ে সবাই  অবগত। তৃণমূলে যোগদানের পরেই তার মেয়ের চাকরি হয় এসএসসি তে। সাধারণ বেকারদের অভিযোগ ছিলো,প্রভাব ও দুর্নীতি করেই মেয়ে অঙ্কিতাকে শিক্ষকতার পেশায় ঢুকিয়েছেন পরেশ অধিকারী । কেননা অঙ্কিতা অধিকারীর নাম মেধা তালিকায় না থাকলেও বাবার তৃণমূলে যোগদানের সঙ্গে সঙ্গেই মেধা তালিকায় উঠে যায়। বর্তমানে অঙ্কিতা অধিকারী রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে একদশ ও দ্বাদশ শ্রেনির শিক্ষক রূপে কর্মরত।

এইবার মেখলিগঞ্জের নাগরিক মঞ্চের পক্ষ থেকে অঙ্কিতা অধিকারীর চাকরির তদন্তের দাবিতে পোস্টার লাগানো হলো মেখলিগঞ্জের অলিতেগলিতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code