Latest News

6/recent/ticker-posts

Ad Code

সাহেবগঞ্জে কৃষক বন্ধু প্রকল্পের চেক তুলে দিলেন বিধায়ক

আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে এখানে ক্লিক করুন



সংবাদ একলব্য, ১৯সেপ্টেম্বর ২০১৯ঃ মাননীয়া মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের "কৃষক বন্ধু" প্রকল্প কৃষক দের জন‍্য এক অনন্য উপহার। এই প্রকল্পে বছরে দুই বার সর্বোচ্চ ৫০০০টা(২৫০০+২৫০০)এবং সর্বনিম্ন ২০০০টাকা(১০০০+১০০০)দেওয়া হয়। এছাড়াও যদি কোন কৃষক ১৮বছর থেকে ৬০বছর বয়সের মধ্যে মারা যায় তার পরিবার কে এককালীন দুই লক্ষ দেবে।
আজ সাহেবগঞ্জে কৃষক বন্ধু প্রকল্পের চেক দেওয়ার সাথে সাথে কৃষক বন্ধু (মৃত্যু জনিত) প্রকল্পে ৬ জন কৃষক পরিবারের হাতে চেক তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক উদয়ন গুহ, দিনহাটার সহ কৃষি অধিকর্তা বলরাম দাস, দিনহাটা ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী বীরেন্দ্র নাথ বর্মন,দিনহাটা ২নং ব্লকের সহ কৃষি অধিকর্তা শ্রী প্রবোধ মন্ডল এবং আরও অন্যান্য আধিকারিকবৃন্দ।
বিস্তারিত ভিডিওতে-

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code