Latest News

6/recent/ticker-posts

Ad Code

কানহাইয়ার বিরুদ্ধে দায়ের করা দেশদ্রোহিতার মামলা খারিজ

Sangbad Ekalavya:
জেএনইউ কাণ্ডে কানহাইয়া কুমার সহ দশজন ছাত্রের বিরুদ্ধে দায়ের করা দেশদ্রোহিতার মামলার অনু্মোদন খারিজ করল দিল্লির সরকার। ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারির ঘটনার পরে কানহাইয়া কুমার সহ বাকি বেশ কয়েকজন ছাত্রনেতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দিয়ে চার্জশিট তৈরি করা হয়েছিল। কিন্তু ভারতীয় সংবিধানের ১২৪ ধারায় বলা আছে, দেশদ্রোহিতার মামলায় তদন্ত চালাতে হলে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন। অর্থাৎ দিল্লির কেজরিওয়াল সরকার অনুমোদন দিলেই চার্জশিটে দেশদ্রোহিতার মামলা দেওয়া যাবে। কিন্তু সূত্রের খবর, সেই অনুমোদন খারিজ করল দিল্লির কেজরিওয়াল সরকার। চার্জশিটে বলা হয়েছে, ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয় চত্বরে দেশদ্রোহী স্লোগান তুলে মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন কানহাইয়া। সংসদ হামলার মূলচক্রী আফজল গুরুর ফাঁসির দিনটিকে মনে রেখেই ওইদিনের মিছিলের আয়োজন করা হয়েছিল। কিন্তু দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, চার্জশিটে কানহাইয়া ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে দেশদ্রোহিতার যে মামলা দায়ের করেছে পুলিশ, তার পক্ষে উপযুক্ত কোনও প্রমাণ দেওয়া হয়নি। দিল্লির প্রশাসন জানিয়েছে, চার্জশিটের ৮৫৬ পাতায় দিল্লির পুলিশ ইন্সপেক্টর বীরেন্দ্র সিংও অভিযুক্তদের বিরুদ্ধে কোনও দেশ বিরোধী স্লোগান বা দেশের সার্বভৌমত্ব ভঙ্গের কোনও অভিযোগ আনেনি।





(সংবাদ একলব্য এই  সংবাদ সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code