Sangbad Ekalavya: 

আজ দুপুর ১:৪০ টার সময় নয়া দিল্লি স্টেশনের ৮ নং প্লাটফর্ম থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল চন্ডিগড়-কচুভাল্লি এক্সপ্রেসের, কিন্তু ছেড়ে যাওয়ার আগেই রেয়ার পাওয়ার কারে আগুন লেগে যায়। 
সঙ্গে সঙ্গে ঘটনা স্থলে ছুটে যায় দমকল বাহিনীর ১২ টি গাড়ি। যাত্রীদের তৎপরতার সাথে ঘটনাস্থল থেকে সরানো হয়। 
সূত্র অনুসারে, এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংবাদ সংস্থা পিটিআই থেকে প্রাপ্ত খবর অনুসারে আগুন নির্বাপিত করা সম্ভব হয়েছে। 




(সংবাদ সহায়তা: পিটিআই)