Latest News

6/recent/ticker-posts

Ad Code

মহালয়া উপলক্ষে নতুন বস্ত্র বিতরণ অনুষ্ঠান



বারোবিশা, ২৮ই সেপ্টেম্বর:
কামাখ্যাগুড়ি ভলান্টারি অর্গানাইজেশনের বারোবিশা ইউনিটের পক্ষ থেকে আজ বারোবিশা ব্যবসায়ী সমিতি হলরুমে মহালয়া উপলক্ষে নতুন বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। কামাখ্যাগুড়ি ভলান্টারি অর্গানাইজেশন এর সাথে আজকের অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সুদূর দক্ষিণ 24 পরগনার সুন্দরবন অঞ্চলের পূর্বাশা ইকো হেল্পলাইন সোসাইটি সংস্থা। দুটি সামাজিককর্মে যুক্ত সংস্থার যৌথ উদ্যোগে শারদীয়া উপলক্ষে কচিকাঁচাদের মুখে নতুন পোশাকের আনন্দ তুলে ধরা হল যা এক নবাগত উদ্যোগ বলে মনে করেন বারোবিশাবাসী। সংস্থার সভাপতি দীপ ঘোষ জানান, পূর্বাশার সম্পাদক উমাশংকর মন্ডল মহাশয় ফেসবুক মাধ্যমে মাধ্যমে পড়ে আমাদের ব্যাপারে জানতে পারে এবং আমাদের কাজে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য সেই সুন্দরবন থেকে বারোবিশা এসে পৌঁছে গিয়েছে। সংস্থার সম্পাদক পার্থ প্রতিম সাহা জানান এদিনের প্রোগ্রামে অনুষ্ঠানে 112 জন দুস্থদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি থেকে আগত মৌসুমী বণিক, মালদা থেকে আগত বাসুদেব ভাস্কর, বারোবিশা এ এস আই প্রদ্যুৎ কুমার ঘোষ, কমল ঘোষ, তাপস সাহা, রিয়াশ্রী ঘোষ, পর্ণা দেবনাথ, পিঙ্কি শীল, রাজীব দেবনাথ, শুভ্র চক্রবর্তী, মৌমিতা পাল সহ অন্যান্যরা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code