গৌতম মুদী, বহরমপুরঃ
আজ২২/০৯/২০১৯ সি পি আই এম এর ডাকে এক সমাবেশ ছিল মুর্শিদাবাদ জেলার বহরমপুরে। প্রশাসনিক অসহযোগিতার ফলে তারা সভা করার কোন মাঠ অনুমতি না পাওয়ার জন্য বহরমপুর পোষ্ট অফিসের কাছে অস্থায়ী মঞ্চবানিয়ে সভা করেন। সমাবেশে উপস্থিত ছিলেন পলিটবু্রো অন্যতম সদস্য মহঃ সেলিম, রামচন্দ্র ডোম এবংপাটিনেতৃবৃন্দ নৃপেন চৌধূরী,জামির মোল্লা ইত্যাদি।সমাবেশে ১০-১২ হাজার লোকজনের সমাগম ছিল। তার ফলে বহরমপুরের কয়েকটা রাস্তায় বিকট যানজটের সম্মুখীন হতে হয় বহরমপুরবাসীদের। এই যানজটের জন্য জেলা নেতৃত্ব বদ্দোরুজা খান ক্ষমা প্রার্থনা করেছেন জেলাবাসীর কাছে। সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মহঃ সেলিম এছাড়াও বক্তব্য রাখেন রামচন্দ্র ডোম, নৃপেন চৌধূরী, বদ্দোরুজা খান প্রমুখ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊