Sangbad Ekalavya:

বেশ কিছুদিন ধরে ছেলেধরা আর গলাকাটার আতঙ্কে ভুগছে দিনহাটা মহকুমার গ্রামগুলি। বিশেষত বড়শাকদল, সাহেবগঞ্জ, বামনহাট, শালমারা, বুড়িরহাট প্রভৃতি গ্রাম গুলিতে ছেলেধরা সম্পর্কে বিভিন্ন গুজব চলছে। গুজব প্রতিরোধে ইতিমধ্যে সরকারি নানান পদক্ষেপও গ্রহন করা হয়েছে। গত পরশু দিনহাটার পুটিমারি এলাকায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে গণপ্রহার করার দায়ে তিনজনকে পুলিশ আটক করেছে বলেও জানাযায়। তবু একই ঘটনার পুনরাবৃত্তি হল আজ। 

আজ দেওয়ানহাট থেকে ভাইয়ের বাড়ি ভেটাগুড়িতে যাওয়ার পথে পথ ভুল করেন মানসিকভাবে অসুস্থ এক মহিলা। আর এতেই কাল হয়ে দাঁড়ায়। ভেটাগুড়ির সাগরদীঘি এলাকার কিছু যুবক সেই মহিলাকে ছেলেধরা ভেবে মারধোর করেন বলে জানাযায়। কিন্তু সাগরদীঘি গ্রামের একাংশ বাঁধা দেন এবং মহিলাকে উদ্ধ্বার করে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ পৌছায়। তারপর দেখে নিন- ভিডিওতে-