মধুসূদন রায়, ময়নাগুড়ি, ৯ সেপ্টেম্বরঃ আজ জলপাইগুড়ি জেলার  ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ি ২ নম্বর অঞ্চলের কাশির ডাঙ্গা গ্রামের সংলগ্ন এলাকা যোদ্ধার টারিতে একটি শিশুর মৃতদেহ নদীতে ভাসতে দেখা যায়  ।
স্থানিয় সূত্রে জানা যায় আজ সকাল প্রায় ৯টা নাগাদ যোদ্ধারটারি গ্রামের যোদ্ধা নদীতে ভেসে আসা একটি  প্রতিবন্ধি শিশুকে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা । প্রতিবন্ধি শিশুর মৃতদেহ ভেসে আসা দেখে চাঞ্চল্য ছড়ায় গোটা গ্রামে।
গ্রামবাসীরা অনুমান করে কেউ বলছে জল্পেশ্বরের সংলগ্ন এলাকা হাত্তিমড়ার ডাঙ্গা এলাকার হবে, কেউ বলছে হাত্তিমড়ার ডাঙ্গার পাশ্ববর্তি এলাকা ভাঁতবেচা বাড়ির  হবে। তবে এখনো পযর্ন্ত কোন সন্ধান পাওয়া যায়নি প্রতিবন্ধি মৃত শিশুর । ময়নাগুড়ি থানার পুলিশ জানান তদন্ত শুরু করা হয়েছে।