Latest News

6/recent/ticker-posts

Ad Code

সেই মেয়েটা-ফিরোজ হক্

সেই মেয়েটা
               ফিরোজ হক্

সেই মেয়েটা কলেজ পড়তো
হাঁটার ভঙ্গিটা একটু লাজুক ছিল
মজা করত,সকলকে দেখে‌ হাসত
পরনে তার জিন্স থাকলেও
টপের পরিবর্তে থাকতো কুর্তি,চুড়িদার।

সেই মেয়েটা বাংলা নিয়ে পড়তো
কোঁকড়ানো চুলে কাঁটা ক্লিপ পড়তো
ছাদ থেকে কত ছেলে দেখতো
শিঁস দিতো,
মেয়েটির চাহনিতে তারা আবার লুকিয়েও পড়তো।

সেই মেয়েটাকে একাদশ শ্রেণীতে পড়াকালীন প্রপোজ করেছিল
আমার বন্ধু আশিক।
পাত্তা না পেয়ে সে আশিকি না হলেও
তাকে দেখে মনে পড়তো টুকরো সব স্মৃতি।

মেয়েটাকে দেখে ছেলেরা শিঁস দিতো
কিছু ছেলে আবার আড়াল করে তাকে দেখতো
তার কাজল কালো চোখে স্নান করে নিত।
মেয়েটির পাশে বসে তারা কত সব দেশ ভ্রমণ করেছিল
প্যারিস,সুইজারল্যান্ড ইত্যাদি।

সেই মেয়েটার দিওয়ানা অনেক থাকলেও
ক্ষণিক পড়েই তারা রওয়ানা দিয়েছিলো
ভিন্ন উদ্দেশ্যে।

তারপর মেয়েটাকে নিয়ে কল্পনায় ডুব দিতে থাকে
গাছের আড়ালে লুকিয়ে থাকা
সেই হাঁদাভোঁদা ছেলেটি।
যে শুধু মেয়েটার দিকে
একদৃষ্টিতে তাকিয়েছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code