Latest News

6/recent/ticker-posts

Ad Code

অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ডিজিটাল স্কুল উদ্বোধন জলপাইগুড়িতে

অনুপম মোদক,  ২ সেপ্টেম্বর,  জলপাইগুড়িঃ
অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য দিশা ডিজিট্যাল স্কুলের অফিসিয়াল লার্নিং ও থেরাপি সেন্টারের উদ্বোধন হল জলপাইগুড়ি শিরিষতলায়। ২ বছর ধরে ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়ায় দেশ বিদেশের প্রচুর অভিভাবক দিশার পরিষেবা গ্রহণ করে এলেও তাদের এতদিন কোনো সেন্টার ছিল না। সবকিছুই চলত অনলাইনে। সংস্থার কর্ণধার শ্রী সন্দীপ গুন ও ম্যানেজম্যান্ট ডিরেক্টর শুভদীপ মিত্র জানান যে এই সেন্টারের মাধ্যমে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বিশেষ শিক্ষা লাভ করতে পারবে এর সাথে স্পিচ থেরাপি, সাইকোলজি সেশন, অকুপেশনাল থেরাপি প্রভৃতি পরিষেবাও গ্রহণ করতে পারবে। প্রশিক্ষিত স্পেশাল এডুকেটর তানিয়া সাহা, পৃথা বোস ও অন্যান্যদের কাছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা যেমন মনোযোগ বৃদ্ধি, ফাইন মোটর গ্রস মোটর, প্লে, আর্ট ও ক্রাফট প্রভৃতি কাজ শিখতে পারবে তেমনি শিশুর অভিভাবকরাও বিশেষ প্যারেন্ট ট্রেইনিং নিতে পারবে। 
সেন্টারের উদ্বোধন উপলক্ষ্যে "বিশেষ শিশুর কথার বিকাশে স্পিচ থেরাপির ভূমিকা" এই বিষয়ের উপর একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়। কলকাতা প্রয়াস সেন্টারের স্পিচ থেরাপিস্ট পৌলমী চক্রবর্তী উপস্থিত ছিলেন। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় ৫০ জন অভিভাবক উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code