রঞ্জিত ঘোষ, বাঁকুড়া, ৪সেপ্টেম্বর: বাঁকুড়া জেলা জুড়ে পুজো মণ্ডপগুলো চলছে গণপতির আরাধনা। পাশাপাশি রয়েছে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি । ঠিক এমনই ছবি দেখাগেল গঙ্গাজলঘাঁটির কেশিয়াড়াগ্রামের পুজোমণ্ডপে । এখানে গণেশ পুজোকে কেন্দ্র করে গড়ে উঠেছে মিলন মেলা , চক্ষূ পরীক্ষা শিবির এবং পুতুল নাচের আসর । পুজো কমিটির সদস্য বিপিন চক্রবর্তী জানান, গতকাল সন্ধ্যের সময় ব্যান্ড বাদন এবং প্রদীপ জালিয়ে নানা সমাজসেবী বৃন্দের উপস্থিতিতে গণপতির পুজো এবং মিলন মেলার উদ্বোধন করা হয় । আজ আমরা বাঁকুড়া লায়ন্স চক্ষূ ও দন্ত চিকিৎসালয়ের সহায়তায় বিনামূল্যে চক্ষূ পরীক্ষা এবং ওপারসনের ব্যবস্থা করেছি । পাশাপাশি সাধারণের মনোরঞ্জনের জন্যে রয়েছে পুতুল নাচের আসর ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊