প্রীতম দাসঃ "চন্দ্রযান-2 অভিযান ব্যর্থ হয়নি" 22 জুলাই চন্দ্রযান-2 গমন করে চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ প্রান্তের রহস্য ভেদ করার উদ্দেশ্যে। এই চন্দ্র অভিযান ভারতের আগে আরো তিনটি দেশ করেছেন তবে তারা কেউ একবারে সফল হয়নি USA  12 বার চেষ্টা করে সফল হয়েছে, রাশিয়া 7 বার চেষ্টা করে সফল হয়েছে আর চিন একবারেই সফল। তবে এখনও পর্যন্ত কোন দেশ চাঁদের দক্ষিণ প্রান্তে যেতে পারেনি, এই দক্ষিণ প্রান্ত সেই প্রান্ত যেই প্রান্তকে পৃথিবী পৃষ্ঠ থেকে দেখা যায় না।

 ভারতের ইসরোর বিজ্ঞানীরা চাঁদের দক্ষিণ প্রান্তে যাওয়ার দুরসাহস দেখিয়েছে।এই দুরসাহসের সাফল্য মাত্র চন্দ্রপৃষ্ঠের 2.1km আগে  রোভারে সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে থেমে যায়। তাই বলে চন্দ্রযান-2 ব্যর্থ হয়নি। কারন রোভার প্রজ্ঞার(যা চাঁদের পৃষ্ঠে 14দিন কাজ করতে পারে) সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হলেও চন্দ্রযান-2 অরবিটার কাজ করবে আগামী এক বছর  ধরে। এই অরবিটার চাঁদের অনেক ছবি তুলে পাঠাতে পারবে এবং প্রজ্ঞার নিখোঁজ হওয়ার কারণ অনুসন্ধান করতে সাহায্য করবে। এই অভিযান চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ প্রান্ত থেকে মাত্র 2.1km  দুরে থেমে গেছে এখন অরবিটার সচল তাই এই চন্দ্র অভিযান ব্যর্থ হয়নি, এই অভিযান 99% সফল বলা যেতে পারে।