সংবাদ একলব্য, ৭ সেপ্টেম্বর ২০১৯ঃ পশ্চিমবঙ্গ এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি, আজ কোচবিহার জেলার দিনহাটা-১ নং ব্লকের গোসানিমারী বাজারে ৩১জনের ব্লক কমিটি গঠন করা হয় । উক্ত সভায় উপস্থিত ছিলেন মাননীয় কুদ্দুস আলম মহাশয়-সভাপতি কোচবিহার জেলা, উপস্থিত ছিলেন মাননীয় মহাসীন আলি, উপস্থিত ছিলেন মাননীয় আবুল কালাম আজাদ- কোষাধক্ষ্য, উপস্থিত ছিলেন ফরিয়াদ  হোসেন- সহ কোষাধক্ষ্য, কোচবিহার জেলা। উপস্থিত ছিলেন মাননীয় রফিক আলম, আহ্বায়ক - কোচবিহার জেলা এবং উক্ত জেলা নেতৃত্বের উপস্থিতিতে সভাপতি হয়েছেন- রিপন সরকার, সম্পাদক -বিনয় কর, কোষাধক্ষ্য - নকুল চন্দ্র বর্মন ।