Latest News

6/recent/ticker-posts

Ad Code

দেওয়ানহাট কলেজে এভিবিপির সদস্যের উপর মারধরের প্রতিবাদে পথ অবরোধ এবিভিপির



সংবাদ একলব্যঃ দেওয়ানহাট কলেজে এবিভিপি ও তৃণমূল  ছাএ সংসদের কাজিয়া এখন নিত্য নৈমিত্তিক ঘটনা।কিছুদিন আগে কলেজ চত্বরে বোমা ,কলেজের সামনের দোকান লুঠপাট হয়। সেখানে দুই দলের ছাএ সংসদেরই নাম ওঠে। সেই রেশ কাটতে না কাটতেই আবারও দুই তিনদিন থেকেই দুই দলের ছাএদের মধ্যে উওেজনা শুরু হয়। এবিভিপির বক্তব্য- কলেজের বাইরে প্রায়শই চলে বোমাবাজি, নিরাপত্তাহীনতায় ছাত্রছাত্রীরা কলেজে আসতে ভয় পাচ্ছে। দেওয়ানহাট কলেজে আজ পুনরায় এক এবিভিপির সদস্যকে মারধর করে এই অভিযোগ নিয়ে বালাসিতে পথ অবরোধে সামিল হয় হয় এবিভিপির ছাত্রছাত্রীরা।আহত এবিভিপির সদস্যের নাম সুভম মোদক।   দুপুর ১২টায় পথ অবরোধ শুরু হলে সাধারণ মানুষের অসুবিধার সম্মুখীন হতে হয় এবং  তীব্র যানজটের সৃষ্টি হয়।পুলিশ এসে  পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code