সংবাদ একলব্যঃ
দিনহাটা থেকে বলরামপুর যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটি গত লোকসভা ভোটের আগে পিচের মোড়কে ঢেকে দেওয়া হয়েছিল। কিন্তু কয়েকমাস যেতে না যেতেই পিচের আস্তরণ উঠেগিয়ে প্রায় অনেক জায়গায় আগের অবস্থাতেই ফিরে যায়। পরবর্তিতে মেরামত করলেও এখনও সমস্ত রাস্তা জুড়ে ছোট বড় গর্ত রয়েছে, যা যে কোন সময় বিপদ ডেকে আনতে পারে।
সম্প্রতি বাসন্তিরহাটে বানিয়াদহ ব্রিজের দুপাশে লোহার গেট তৈরি করা হয়েছে ভারি যানচলাচল বন্ধ করবার জন্য। যার কাজ এখনও চলছে। কিন্তু লোহার গেট এতই নিচু যে, সেখানে বড় ভারি ট্রাকই নয় বড় ফায়ারব্রিগেডের গাড়িও আটকে যাবে । ফলে বাসিন্তিরহাট ব্রিজ অতিক্রম করে যে বিস্তৃত এলাকা দিনহাটা ফায়ারব্রিগেডের ওপর নির্ভর করে আগুন লাগলে, সেখানে এই ব্রিজ কতটা অসুবিধার সৃষ্টি করলো তা স্পশটতই অনুমান করা যায়। ফলে আতঙ্কিত স্থানীয় মানুষজন।
বিস্তারিত শুনেনিন ভিডিওতে-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊