Latest News

6/recent/ticker-posts

Ad Code

সংসদ সভা করতে এসে ঘেরাও নির্মান সহায়ক -এলাকায় ব্যাপক উত্তেজনা

সংবাদ একলব্য, খট্টিমারী, ১১ই সেপ্টেম্বরঃ
বুড়িরহাট ২নং গ্রাম পঞ্চায়েতের খট্টিমারী এলাকার বাজার চৌপথিতে বিকেল ৫টা নাগাদ গ্রাম সংসদ সভা করতে আসেন অঞ্চলের নির্মান সহায়ক লোপামুদ্রা দেবী ও সঙ্গে ছিলেন সহায়ক টুম্পা বর্মন ও অঞ্চল সেক্রেটারী উপেন বর্মন। এদিন সংসদ সভা করতে এলে খট্টিমারী এলাকার বাসিন্দারা এই সভা করতে বাধা করতে দেয়। তাদের অভিযোগ ২০১৯-২০২০ সংসদ সভা করার আগে ২০১৮-২০১৯ এর কাজের নথি দেখাতে হবে। কিন্তু সংসদ সভা করতে আসা অঞ্চলের কোনো কর্মীই সেই নথিপত্র দেখাতে পারেনি। ফলে এলাকাবাসীরা তাদের আটকে রাখে বলে জানা যায়। 
এর ফাঁকে নির্মান সহায়ক লোপামুদ্রা দেবী জনগনের একটি ছবি তুলে কাউকে পাঠিয়ে দেন সংসদ সভার নাম করে, তার কথা অনুসারে তার স্বামীকে। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তার মোবাইল কেড়ে নেয় ও তাকে ছবিগুলি মুছে ফেলতে বাধ‍্য করে। পরে জনতার চাপে লোপামুদ্রা  দেবী তার ভুল স্বীকার করে। 
এই ঘটনার জেরে এলাকায় ব‍্যাপক চাঞ্চল‍্যের সৃষ্টি হয়। পরে সাহেবগঞ্জ থানার এ এস আই সত‍্যেন্দ্রনাথ পাল ঘটনাস্থলে পৌঁছান ও এলাকা নিয়ন্ত্রনে আনেন এবং পুলিশি সহায়তায় লোপামুদ্রা দেবী  ফিরে যান। স্থানীয় স্বপন বর্মন ও মিঠুন সরকার জানান, বিগত দিনে কোনো কাজই ঠিকঠাক করেননি তারা, তারপর আজকে সংসদ সভার নাম করে লুকিয়ে ছবি তুলে তা সম্ভবত কোনো উচ্চ দপ্তরে পৌঁছায় কাজের নাম করে। তবে গ্রাম প্রধান সুশান্ত বর্মন অনুপস্থিত ছিলেন। অনেকবার খবর করা হলেও উনি আসেননি বলে উপস্থিত লোকজন জানান। স্থানীয় বাসীন্দা সুদীপচন্দ্র অধিকারী, সুশীল সরকার , দীনবন্ধু বর্মনসহ অনেকে ক্ষোভ উগরে দেন- তারা বলেন, সরকারি সুযোগ সুবিধা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে- সঠিক তথ্য না দেখানো পর্যন্ত কোন সংসদ সভা করতে দেওয়া হবে না।  এই মুহুর্তে এলাকা শান্ত। লপামূদ্রা দেবীর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিস্তারিত ভিডিওতে-


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code