অপ্রত্যাশিত
ভজন বিশ্বাস


বিকেল থেকে অনেকটা দুর হেটে আসি
পায়ে ঘাস ধুলো দীর্ঘকালীন শূন্যতা
আরো দুরে  আজানের সুর

কলম ফুরিয়ে গেলে যে ভাবে তুমি বেজে ওঠো
অপ্রত্যাশিত -

দরজা খুলে প্রবেশ রাখো  ঘরের ভেতর
অনাহূত মেহেমানের মতো চমকে উঠি
ভাষা পাল্টে ভাঙা ভাঙা নখ-

বলি ছিড়ে যাওয়া হাতায় অনাবশ্যক জলরিপু

ঘেরাটোপ-

গার্ড ওয়ালে নৈঃশব্দিক লাল আসে

আমি

দুর পরিচিত নাগরিক হাওয়ায়
গন্ধ ওঠে পুড়ে যাওয়া গাছ
অরণ্যের--