সংবাদ একলব্যঃ  মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার  নওপুকুরিয়া জানকীনাথ যদুনাথ উচ্চ বিদ্যালয়ের এন. এস. এস ইউনিটের উদ্যোগে বেলডাঙ্গার সাধনা ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হল আজ "দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত সচেতনতা শিবির"। এদিনের আলোচ্য বিষয় ছিল- বন্যা, খরা, ভূমিক্ষয়, সাপে কামড়ানো, অগ্নি বিপর্যয় ও বৈদ্যুতিক বিপর্যয়ে কিভাবে তাৎক্ষনিক মোকাবিলা করা যায় ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। উক্ত বিষয়ে আলোচনা ও হাতে কলমে শিক্ষা প্রদান করেন সংশ্লিষ্ট সংস্থার অমিত চন্দ্র দে, সাহেব মণ্ডল সহ অন্যান্য সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধানশিক্ষক মাননীয় মৃগাঙ্ক মৌলী বিশ্বাস, প্রোগ্রাম অফিসার মাননীয় অমিত কুমার মণ্ডল মহাশয়সহ অন্যান্য শিক্ষকশিক্ষিকাবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ।