আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তার পরেই শুরু হচ্ছে Amazon Great Indian Festival Sale 2019। 29 সেপ্টেম্বর শুরু হচ্ছে এই সেল। চলবে 4 অক্টোবর পর্যন্ত। যদিও 28 সেপ্টেম্বর দুপুর 12 টা থেকে প্রাইম গ্রাহকরা এই সেলে অংশ নিতে পারবেন। পুজোর আগে এই সেলে স্মার্টফোন সহ বিভিন্ন ইলেকট্রনিক প্রোডাক্ট সস্তা হবে। কোম্পানি জানিয়েছে 100 -র বেশি ইলেকট্রনিক প্রোডাক্ট সব থেকে কম দামে বিক্রি হবে। এছাড়াও Amazon Great Indian Festival Sale এর সময় 15 টির বেশি নতুন প্রোডাক্ট লঞ্চ হবে। বিভিন্ন স্মার্টফোনে অবিশ্বাস্য ছাড়ের সাথেই থাকছে নো-কস্ট ইএমআই আর এক্সচেঞ্জ অফার।


Amazon Great Indian Festival Sale 2019 সেলে 100 টার বেশি স্মার্টফোন সর্বনিম্ন দামে পাওয়া যাবে। সাথে থাকছে নো-কস্ট ইএমআই আর এক্সচেঞ্জ অফার। Amazon জানিয়েছে মাত্র 69 টাকা থেকে পাওয়া যাবে মোবাইল অ্যাকসেসারিজ। এর সাথেই সেল চলাকালীন 15 টির বেশি প্রোডাক্ট লঞ্চ হবে ভারতে।

Amazon Great Indian Festival Sale 2019 এর সময় স্মার্টফোন কিনলে নির্বাচিত স্মার্টফোনে বিনামূল্যে এক বছর স্ক্রিন রিপ্লেসমেন্ট অফার দিচ্ছে ই-কমার্স কোম্পানিটি। এছাড়াও Amazon Pay ব্যবহার করে কেনাকাটায় অতিরিক্ত ছাড় মিলবে। SBI ক্রেশিট ও ডেবিট কার্ড ব্যবহার করে কেনাকাটায় মিলবে অতিরিক্ত 10 শতাংশ ছাড়।


 

এই সেলে 200 এর বেশি ব্র্যান্ডের ইলেকট্রনিক প্রোডাক্টে 6000 এর বেশি ডিল পাওয়া যাবে। ইতিমধ্যেই বিভিন অফারের টিজার প্রকাশ করেছে Amazon। Intel 8th Gen i5 প্রসেসরের HP ল্যাপটোপের দাম শুরু হচ্ছে 40,000 টাকা থেকে। 1,000 টাকার কম দামে পাওয়া যাবে Boat Rockerz 255 ওয়্যারলেস ইয়ারফোন। 90,000 টাকার কম দামে পাওয়া যাবে Apple iMac (21.5-inch Retina 4K)।

Amazon Great Indian Festival Sale 2019 এ বিক্রি শুরু হবে OnePlus TV, OnePlus 7T আর OnePlus 7T Pro। এখনও এই তিন প্রোডাক্ট লঞ্চ করেনি চিনের কোম্পানিটি।


এর সাথেই ল্যাপটপে 40,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। স্মার্টোয়াচে 50 শতাংশ পর্যন্ত, ডিএসএলআর ক্যামেরায় অন্তত 10,000 টাকা ছাড় পাওয়া যাবে।