বিশ্বজিৎ বর্মন
সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ । বয়স মাত্র 16। কিন্তু এই মেয়েটাই ঝড় বইয়ে দিল রাষ্ট্র সংঘের জলবায়ূ সম্মেলনে। চোখে মুখে আত্ম প্রত্যয়ের ছাপ স্পষ্ট। সঙ্গে রয়েছে তীব্র ক্ষোভ।রাষ্ট্র নায়কদের বিরুদ্ধে রেগে গিয়ে বললেন - " হাউ ডেয়ার ইউ "
বরফ গলে যাচ্ছে । ক্রমশ বেড়েই চলছে সমুদ্রের জল। সঙ্গে পাল্লা দিচ্ছে গ্রীন হাউস গ্যাসের লাগাম ছাড়া বৃদ্ধি। দূষণের মাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রতিদিন।তাই পরিবেশ বাঁচাতে উদ্যোগ নিয়েছিল এই সুইডিশ তরুণী।আজ বিশ্বের দরবারে সে পরিচিত তার কাজের জন্য।তার অনুপ্রেরণাতেই 20ই সেপ্টেম্বর শুক্রবার পৃথিবীর 400 শহরে পালিত হয়েছে " জলবায়ূ ধর্মঘট " । সোমবার নিউইয়র্কে রাষ্ট্রসংঘের ক্লাইমেট সামিটে যোগ দিয়েছিলেন গ্রেটা সেখানেই সুইডিশ কিশোরীকে একদম অন্যরুপে দেখল গোটা বিশ্ববাসী।পড়াশুনার থেকে আপাতত এক বছরের জন্য বিরতি নিয়েছে সে। রাষ্ট্রনায়কদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে বলল -" আমরা আপনাদের লক্ষ্য করছি ,সব কিছুই ভূল হচ্ছে। আমরা এখানে থাকার কথাই নয়। বরং সাগরের ওপারে নিজের স্কুলে থাকা উচিত।" এর আগেও সমস্ত রাষ্ট্রনায়কদের দিকে আঙুল তুলেছিলেন গ্রেটা। জোর গলায় বলেছিল - " আমরা এখনো অনেকদিন বাঁচবো।কিন্তু পৃথিবী বাঁচবে কি ? দূষণ আর উষ্ণায়ণে পৃথিবীর পৃথিবীর মৃত্যু ডেকে আনছো তোমরা। তোমাদের মতো 'পলিসি মেকার'দের জন্যই এই দুর্গতি আমাদের ছোটদের। আমাদের ভোটে দাড়ানোর বয়স হয়নি। তোমরা জিতেছো তাই তোমাদেরকেই ব্যবস্থা করতে হবে,করতেই হবে। " ক্ষুব্ধ গ্রেটা আরো বলেন - আপনারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছেন কিন্তু এবার যুবসমাজ সবটা বুঝতে পেরেছে। আগামী প্রজন্মের নজর আপনাদের উপরেই রয়েছে। আপনারা আমাদের হতাশ করলে , কথা দিচ্ছি আমরা আপনাদের কাউকে ছাড়বো না।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊