Latest News

6/recent/ticker-posts

Ad Code

৩০শে সেপ্টেম্বর উদ্বোধন ভারতের দ্বিতীয় বৃহত্তম রেল ওভারব্রিজের










সংবাদ একলব্য, ২৪ সেপ্টেম্বর: বর্ধমান জংশনে ২০১২ সালে ১৮৮.৪৩ মিটার দীর্ঘ ভারতের দ্বিতীয় বৃহত্তম রেল ওভারব্রিজের কাজ শুরু হয়েছিল। কোনোরকম যান চলাচল ব্যাহত না করে শেষ ১৯৭ দিন ধরে টান কাজ করে ওভারব্রিজটির কাজ শেষ করা হয়েছে। আগামী ৩০ শে সেপ্টেম্বর কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল এই ওভারব্রিজটির উদ্বোধন করবেন।
   দীর্ঘ চার লেনের কেবল- স্থিত এই ওভারব্রিজে ১.৫ মিটার চওড়া ফুটপাথ ছাড়াও রয়েছে যান চলাচলের জন্য ২৭.৭ মিটার চওড়া প্রস্থ। বর্ধমান রেলস্টেশনে ক্রমাগত যান চলাচলের সমস্যা মেটাতেই পশ্চিমবঙ্গ সরকার ও ভারতীয় রেল মন্ত্রকের ৫০:৫০ শেয়ারে ৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কার্য সম্পন্ন হয়েছে।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code