Latest News

6/recent/ticker-posts

Ad Code

PBU এর দ্বিতীয় ক্যাম্পাস সহ একাধিক দাবিতে মাথাভাঙ্গায় SFI এর অবস্থান বিক্ষোভ


সংবাদ একলব্য, মাথাভাঙ্গা, ২৪ সেপ্টেম্বর ২০১৯: PBU এর দ্বিতীয় ক্যাম্পাস খলিসা মারিতে স্থাপনের দাবি সহ স্কুল কলেজে বর্ধিত ফিস প্রত্যাহারের দাবিতে মাথাভাঙ্গা শহরে মহা মিছিল করে মাথাভাঙ্গা মহকুমা শাষকের করনের সামনে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন দিলো SFI মাথাভাঙ্গা মহকুমা কমিটি। SFI রাজ্য কমিটির সদস্য কমঃ শুভ্রালোক দাস জানান- 'আজ সকাল থেকে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে। তবুও লড়াই, আন্দোলন, সংগ্রাম থেমে থাকে না। তাদের এই লড়াই শখের নয়, হক আদায়ের লড়াই বলে তারা জানান । সকল ছাত্র-ছাত্রীরা আজ সমস্ত কিছুকে উপেক্ষা করে সামিল হয়েছে এই লড়াইয়ে।' 

এই মিছিল ও অবস্থান এ উপস্থিত ছিলেন SFI এর কেন্দ্রীয় কমিটির সদস্য দিপক বর্মন, SFI  এর রাজ্য কমিটির সদস্য আকিক হাসান, সাগর শর্মা, SFI এর জেলা সম্পাদক প্রণয় কার্যী, সভাপতি কৌশিক ঘোষ সহ অন্যান্যরা।








একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code