সংবাদ একলব্য, মাথাভাঙ্গা, ২৪ সেপ্টেম্বর ২০১৯: PBU এর দ্বিতীয় ক্যাম্পাস খলিসা মারিতে স্থাপনের দাবি সহ স্কুল কলেজে বর্ধিত ফিস প্রত্যাহারের দাবিতে মাথাভাঙ্গা শহরে মহা মিছিল করে মাথাভাঙ্গা মহকুমা শাষকের করনের সামনে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন দিলো SFI মাথাভাঙ্গা মহকুমা কমিটি। SFI রাজ্য কমিটির সদস্য কমঃ শুভ্রালোক দাস জানান- 'আজ সকাল থেকে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে। তবুও লড়াই, আন্দোলন, সংগ্রাম থেমে থাকে না। তাদের এই লড়াই শখের নয়, হক আদায়ের লড়াই বলে তারা জানান । সকল ছাত্র-ছাত্রীরা আজ সমস্ত কিছুকে উপেক্ষা করে সামিল হয়েছে এই লড়াইয়ে।'
এই মিছিল ও অবস্থান এ উপস্থিত ছিলেন SFI এর কেন্দ্রীয় কমিটির সদস্য দিপক বর্মন, SFI এর রাজ্য কমিটির সদস্য আকিক হাসান, সাগর শর্মা, SFI এর জেলা সম্পাদক প্রণয় কার্যী, সভাপতি কৌশিক ঘোষ সহ অন্যান্যরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊