Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটা 2নং ব্লকে ,ATMA প্রকল্পে আটটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে নানান সামগ্রী প্রদান




আজ দিনহাটা 2নং ব্লকের ,ATMA প্রকল্পের মাধ্যমে অ্যাডিশনাল ডাইরেক্টর উত্তরবঙ্গ ডিভিশন শর্তাধীনে দু'নম্বর ব্লকের  অধিকর্তা প্রশাসন দিনহাটা, সাব ডিভিশন অফ টেকনোলজি ম্যানেজার ওয়েসিস টেকনোলজি ম্যানেজার 2 নম্বর ব্লকের উপস্থিতিতে আটটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে ভুট্টা  ঝাড়াই মেশিন, ইনকিউবেটর যার সাহায্যে হাস মুরগির ডিম ফোটানো যাবে এবং মসলা ভাঙ্গার মেশিন ,ছাতু  করার মেশিন, চালের গুড়া করা যাবে এইরকম মেশিন প্রদান করা হয়। এছাড়া  ATMAপ্রকল্পের মাধ্যমে চারা তৈরি করা ট্রে দেওয়া হয়।
উপস্থিত ছিলেন- ADA উত্তর বঙ্গ কৃষি আধিকারিক প্রনবজ‍্যোতি পন্ডিত,ASST.DAদিনহাটা 2প্রবোধ মন্ডল,SAO দিনহাটা বলরাম দাস,BTMওATMদিনহাটা 2ব্লক, ATM বিলনা সাংমা,পলাশ দেব।
BTM সপ্তরা সাহা প্রমুখ। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code