Latest News

6/recent/ticker-posts

Ad Code

মহালয়ার পুন্যলগ্নে অঙ্কন প্রতিযোগিতা পুন্ডিবাড়ী ব্রাইট ইউনিটের



রানা দে, কোচবিহারঃ আজ  মহালয়ার পূ্র্ণলগ্নে অঙ্কন  প্রতিযোগিতার আয়োজন করল পুন্ডিবাড়ী ব্রাইট ইউনিট। আজকের এই অঙ্কন  প্রতিযোগিতাকে কেন্দ্র করে সকাল  থেকে কচিকাচা শুরু করে মহিলাদের  মধ্যে ছিল উৎসবের মেজাজ,দীর্ঘ একবছরের অপেক্ষায় অবসান  ঘটিয়ে এখন শুধু আনন্দের পালা। আজকের এই অঙ্কন  প্রতিযোগিতার ৪৫০জন 
প্রতিযোগী- প্রতিযোগিনী অংশগ্রহন  করে। বিজয়ীদের পূজা উদ্বোধনের দিন পুরস্কৃত করা হবে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে।



আয়োজকের তরফে ক্লাব সম্পাদক  শ্রী সঞ্জীব দে সকলকে শারদীয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে বলেন, যে এবছর আমাদের দুর্গোৎসব ৫৮তম বর্ষে পদার্পণ করল,এবছরে বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে সম্পূর্ণ শীততাপ-নিয়ন্ত্রিত  থিম  “পরীর দেশে” । ২০২১  হীরক জয়ন্তীবর্ষ,এখন থেকেই এর প্রস্তুতি শুরু হয়েছে । দুর্গোৎসবের দিনগুলিতে বস্ত্রদান, জলবাচাও,দরিদ্র নারায়ণ সেবা,স্বাস্থ্য -পরিবেশ সচেতনা,Safe Drive safe life মতো কর্মসূচী  গ্রহন করা হয়েছে।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code