বিভিন্ন সোশ্যাল প্লাটফর্মের দাপটে পুজোর গানের অ্যালবাম এখন আর তেমন মুক্তি পায় না। তবে এ বছরের পুজোটা একটু হলেও অন্য রকম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান নিয়ে একটি অ্যালবাম প্রকাশিত হল আজ- নাম ‘‌মাটি’‌। অ্যালবামটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা সাতটি গান রয়েছে। আজ ‘‌জাগো বাংলা’‌–র পুজো সংখ্যাও প্রকাশিত হলো।  গানগুলো গেয়েছেন লোপামুদ্রা মিত্র, রূপঙ্কর, মনোময়, জোজো, শান্তনু, তৃণমূল নেতা তথা মন্ত্রী ইন্দ্রনীল সেনের মতো বিশিষ্ট শিল্পীরা। ‘‌মাগো তোমার ভালোবাসায়’‌, ‘‌পাহাড় কাঁদে, সবুজ কাঁদে’‌, ‘‌আকাশ তুমি বৃষ্টি দিলে’‌, ‘‌একি, উঁকি, বুকি, হাম্বা, হাম্বা হো’‌, ‘‌দে দোল দোল দোল’‌, ‘‌মাটি আমার মায়ের ফসল’‌, ‘‌ছিল একটা ছোট্ট মেয়ে’‌–এর মতো গান রয়েছে। এর আগে মুখ্যমন্ত্রীর লেখা একাধিক কবিতা, প্রবন্ধের বই প্রকাশিত হয়েছে। কিন্তু তাঁর লেখা গানের অ্যালবাম প্রকাশ এই প্রথম। এই গানগুলো গেয়ে শিল্পীরা উচ্ছ্বসিত।
কিন্তু বিরোধী বিজেপি এবং নেটিজেনদের একাংশ ইতিমধ্যেই কটাক্ষ শুরু করে দিয়েছে। তারা বলছে, এতদিন ছবি আঁকতেন, কবিতা লিখতেন। এবার গানও লিখছেন। আর কত দিকে মাথা দেবেন মুখ্যমন্ত্রী?‌ এক বিরোধী নেতার কথায়, এই কারণেই নাকি পশ্চিমবঙ্গে অরাজকতা বাড়ছে। যদিও তৃণমূল নেতৃত্ব এসবে কান দিতে চাননি। তাঁদের মতে, রাজ্য রাজনীতিতে নিজেদের অস্তিত্ব তৈরি করতেই সব বিষয়ে কথা বলছে বিজেপি।